একটা সময় ছোটপর্দার হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু করলেও বর্তমানে ছবি ও সিরিজে নজর কাড়ছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। পাড়ি দিয়েছিলেন বলিউডেও। বহুদিন ধরেই টলিউডের ছোটপর্দায় দেখা মেলে না অভিনেত্রীর।
বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের স্টারজলসার পর্দায় ফিরতে চলেছেন দেবচন্দ্রিমা। তব্র নতুন কোন ধারাবাহিকে নয়, দেবচন্দ্রিমাকে দেখা যেতে চলেছে স্টার জলসার ‘মহালয়া’তে। চলতি বছরের মহালয়াতে ‘মহালক্ষ্মী’ রুপে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। এই প্রসঙ্গে আজকাল ডট ইন কে দেবচন্দ্রিমা বলেন, “দেবী মহালক্ষ্মী যেমন ভক্তের জীবনে অভাবের অবস্থান হতে দেন না, তেমনই দুষ্টের দমনে হাতে অস্ত্র তুলে নেন। দেবীর বীরাঙ্গনা রূপ আমার কাছে খুব প্রিয়।
বহু বছর আগে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক করার সময় একবার মহালয়ায় পার্বতী সেজেছিলাম। আর এবার তো মহালয়ার শুটিংয়ের মাধ্যমেই যেন আমার পুজো শুরু হয়ে গেল।”
“মহালয়ার মাধ্যমে অনেক বছর পর টলিউডের ছোটপর্দায় কাজ করলাম। আসলে ধারাবাহিকের কাজের জন্য যে কমিটমেন্টটা থাকে, সেটার জন্য এখনও আমি প্রস্তুত নই। তাই আপাতত ছোটপর্দা থেকে দূরেই আছি।”