খুব শীঘ্রই পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। ‘রাণী রাসমণি’র পর এক মহীয়সী নারীর গল্প নিয়ে পর্দায় আসছে ‘রাণী ভবানী’। জি-বাংলার হাত ধরেই আসছে এই গল্প।
রাণী রাসমণিr জীবনের গল্প পর্দায় ব্যাপক সাড়া ফেলেছিল। রুনাময়ী রাণী রাসমণি’ বাংলা সিরিয়ালের প্রেমীদের মনে আজীবন গেঁথে রয়েছে। এই ধরণের গল্প দেখতে পছন্দ করেন মানুষ তা আগেই প্রমাণ মিলেছে।
আর দর্শকের কথা মাথায় রেখেই বাংলার এক মহীয়সী নারীর গল্প নিয়ে আসছে জি-বাংলা। প্রকাশ পেয়েছে নতুন ধারাবাহিকের এক ঝলক। তবে কে থাকছেন মুখ্য ভূমিকায় তা এখনো জানা যায়নি।