বর্তমানে দর্শকমহলে চর্চায় রয়েছে ‘মেয়েবেলা’ ধারাবাহিক। বেশ কিছুদিন ধরে মেয়েবেলা ধারাবাহিকে যেই ট্র্যাক চলছে তা সত্যিই প্রশংসনীয়। শিশু নির্যাতনের মতো একটা স্পর্শকাতর বিষয় তুলে ধরা তাও এরকম ভাবে যা বাংলা ধারাবাহিকে আগে কখনো দেখা যায়নি।
টিকলি চরিত্রে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য যেভাবে নিখুঁত ভাবে পর্দায় বিষয়টি ফুটিয়ে তুলছে, যা চোখে জল এনে দিচ্ছে দর্শকের। যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, দোলের দিন মাত্র ৭ বছর বয়সে নিজের পিসেমশাইয়ের কাছ থেকেই শিশু নির্যাতনের শিকার। যদিও এই পিসেমশাই একজন বড় মনোবিদ। চাঁদনীর যোগাযোগে টিকলির চিকিৎসার জন্য মিত্র বাড়িতে পা রাখবেন। এরপর যে কি হতে চলছে তা ভেবেই শিহরিত দর্শক।
তবে মৌয়ের চেষ্টায় ২০ বছরের দীর্ঘ কালো অতীত কাটিয়ে অবশেষে স্বাভাবিক হয়েছে টিকলি। এমনকি যেই রং তার সবচেয়ে ভয়ের কারণ ছিল, সেই রং নিজে মুখে মেখেছে সে। ২০ বছর পর মিত্র বাড়িতে সকলে দোল খেলায় মেতেছে। আর এই দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। দর্শকের মতে সামাজিক বার্তা দিচ্ছে স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকটি।