সম্প্রতি কিছুদিন আগেই ধারাবাহিকে মানসিক অত্যাচারে শেষমেশ হার মানল একরত্তি শিশু অভিনব বিশ্বাস। স্টার জলসার পরশুরাম আজকের নায়ক ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এলেন খুদে তারকা লাট্টু ওরফে অভিনব। পুরো ঘটনায় অভিযুক্ত ধারাবাহিকের নায়িকা তৃণা সাহা।
গত কয়েক মাস ধরে শুটিং সেটে ক্রমাগত মানসিক হয়রানির শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অভিনব’র। অবশেষে বাধ্য হয়েই এই মেগা সিরিয়াল থেকে সরে দাঁড়াল খুদে শিল্পী।
ধারাবাহিক ছাড়ার পর নিজের মতোই সময় কাটাচ্ছেন অনুভব। মাঝেমধ্যে নিজের সময় কাটানোর কিছু স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। সম্প্রতি খুদে অভিনেতার আরও একটি পোস্টে নিজের মনের কথা তুলে ধরলেন।
পুকুর পাড়ে নিজের ছবি দিয়ে অভিনব লেখে, “যদি আমায় কে কী বলল, কেন অমন করে আমায় সে বলল, আমায় কেন বুঝল না, প্রতিদিন সেটা হয় আমার চিন্তার বিষয়, আমার ভালো না থাকার কারণ, তবে বলব, আমি এখন ভালো আছি। যদি আমায় সবসময় মরে থাকতে হয় এই চিন্তায় যে, আমার মাথায় তো কারুর হাত নেই, আমি কি লড়তে লড়তে তলিয়ে যাব? সবসময় আমাকে দেখানো হয় যে আমি “একা”… কোলে নয়, মাটিতে পড়ে থাকি আমি, আর সেই দুশ্চিন্তা থেকে রোজ ভোরে আধো ঘুমে উঠে মা’কে জিজ্ঞেস করি: “মা, কলটাইম?
স্ক্রীপ্ট মুখস্থ করি এমনভাবে, যেভাবে এবছরের স্কুলের বইয়ের একটা কবিতাও পড়িনি, শুধু প্রমাণ করতে, যে আমি ভালবাসি, তাহলে বলব, এখন আমি ভালো আছি। আমার আর কিচ্ছু প্রমাণ করার নেই কোনোখানে। যদি রোজ আমাকে সবার সঙ্গে মেপে কথা বলতে হয়, বড়রা যাই বলুক আমার সামনে, যত নোংরা, কদর্য, ঘৃণ্য হয় হোক, আমাকে থাকতে হবে পরিষ্কার, কেউ নেবে না আমার মনের দায়, শুধু আঙুল তুলে চিৎকার করে বলবে আমি খারাপ, তাহলে বলব, আমি এখন ভালো আছি। যদি বাড়িতে শেখানো হয় সুবুদ্ধি, কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে দেখি, কাজে লাগে ঠিক উল্টোটা, তাহলে বলব, আমি এখন ভালো আছি।”
অভিনবের এই পোস্ট কাকে ইঙ্গিত করে তার জানা যায়নি। খুদে কাউকে সরাসরি ইঙ্গিত করেনি। তবে নেটিজেনদের মতে অভিনেত্রী তৃণা সাহাকেই খোঁচা মেরে পোস্ট অনুভবের।

