বাংলা টেলিভিশন চ্যানেলগুলো একই ধরণের সাংসারিক কুটকাচালি ধারাবাহিক দেখতে দেখতে দর্শক বিরক্ত হয়ে পড়ছেন। তাই মাঝেমধ্যে অন্য স্বাদের গল্প পেলে ভীষণ খুশি হন সিরিয়ালপ্রেমীরা।
তাই তো দর্শকের জন্য চ্যানেলগুলো চেষ্টা করেন মাঝেমধ্যে অন্যরকমের গল্প নিয়ে আসতে। যেমন মহাপীঠ তারাপীঠ, রামপ্রসাদ, পঞ্চমী ইত্যাদি। বহু বছর পর পঞ্চমীর মতোই ধারাবাহিকের গল্প পেয়ে দর্শক খুশি হয়েছিলেন।
তাই দর্শকের কথা মাথায় রেখে আবার নাগের গল্প নিয়ে আশা হচ্ছে। তবে এবার জলসার নয়, বরং জি-বাংলা চ্যানেল নিয়ে আসছে নাগের ধারাবাহিক। এবার জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ইচ্ছাধারী নাগকন্যা’। যদিও নাগকন্যা হিসাবে কোন নায়িকাকে দেখা যাবে তা জানা যায়নি।
View this post on Instagram