‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ননদ বৌদি চরিত্রে দারুণ সাড়া ফেলেছিল পর্ণা ও বর্ষার জুটি। এই দুই চরিত্রে পল্লবী শর্মা ও শৈলী ভট্টাচার্যর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। ‘নিম ফুলের মধু’র পর ফের একসঙ্গে একই ধারাবাহিকে আরও একবার ধরা দেবেন পল্লবী-শৈলী।
জি বাংলার পর্দায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ তে ইন্দু চরিত্রে যোগ দিলেন ‘নিম ফুলের মধু’র বর্ষা ওরফে শৈলী ভট্টাচার্য। গল্পে তার চরিত্রের পরিচয় একজন মানসিক ভারসাম্যহীন নারী হিসেবে। সম্ভবত তাঁর চরিত্রটি পজেটিভ।
প্রেম ও ভক্তির এক অপূর্ব কাহিনী নিয়ে পর্দায় হাজির ‘তারে ধরি ধরি মনে করি’। এবারে এই নতুন ধারাবাহিকে পর্ণা ও বর্ষার জুটি কতখানি চমক আনতে পারে সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।

