‘নিম ফুলের মধু’র পর ফের নতুন ধারাবাহিকে পর্ণা-বর্ষা ওরফে পল্লবী- শৈলী

 পল্লবী- শৈলী

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ননদ বৌদি চরিত্রে দারুণ সাড়া ফেলেছিল পর্ণা ও বর্ষার জুটি। এই দুই চরিত্রে পল্লবী শর্মা ও শৈলী ভট্টাচার্যর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। ‘নিম ফুলের মধু’র পর ফের একসঙ্গে একই ধারাবাহিকে আরও একবার ধরা দেবেন পল্লবী-শৈলী।

জি বাংলার পর্দায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ তে ইন্দু চরিত্রে যোগ দিলেন ‘নিম ফুলের মধু’র বর্ষা ওরফে শৈলী ভট্টাচার্য। গল্পে তার চরিত্রের পরিচয় একজন মানসিক ভারসাম্যহীন নারী হিসেবে। সম্ভবত তাঁর চরিত্রটি পজেটিভ।

প্রেম ও ভক্তির এক অপূর্ব কাহিনী নিয়ে পর্দায় হাজির ‘তারে ধরি ধরি মনে করি’। এবারে এই নতুন ধারাবাহিকে পর্ণা ও বর্ষার জুটি কতখানি চমক আনতে পারে সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।

Previous articleসেরা 100 টি শিশু নিয়ে উক্তি । Children Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।