‘নিম ফুলের মধু’র পর ফের আরও একবার জি-বাংলার পর্দায় কৃষ্ণা ওরফে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। জি-বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পান। এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে কৃষ্ণা চরিত্রে সবচেয়ে বেশি খ্যাতি মিলেছে।

নিম ফুলের মধু শেষ হওয়ার পর তাকে স্টার জলসার তেঁতুলপাতা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। তবে জি–বাংলার দর্শকেরা অরিজিতার অভিনয় ভীষণ মিস করেন।

দর্শকের কথা মাথায় রেখে আবার জি-বাংলার চ্যানেলে ফিরলেন অভিনেত্রী। তবে কোনও ধারাবাহিকের হাত ধরে নয়। জি-বাংলার রান্নাঘরে আজকের পর্বতে হাজির থাকবেন। দারুণ দারুণ স্বাদের রান্না করতে দেখা যাবে তাকে। সেই ভিডিও প্রকাশ পেয়েছে। বহুদিন পর অভিনেত্রীকে আরও একবার জি-বাংলায় দেখে খুশি হয়েছেন ভক্তরা।