অভিনেতা সপ্তর্ষি রায়, বাংলা বিনোদন জগতের একজন অতি জনপ্রিয় মুখ। বহু ধারাবাহিকে কাজ করলেও মিঠিঝোরা ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান দর্শকের কাছে। প্রথমে তাকে নায়ক করা হলেও পরবর্তীকালে পার্শ্ব অভিনেতা হিসাবে কাজ করেন ধারাবাহিকে। তবে নায়কের চেয়ে তার অভিনয় ছাপিয়ে যায়।
রাইয়ের বিপরীতে শৌর্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন। তবে অভিনেতার পার্ট ইতিমধ্যে শেষ হয়েছে। মিঠিঝোরা ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে শৌর্য ওরফে সপ্তর্ষি।
তবে এবার বড় সুখবর শোনা যাচ্ছে, মিঠিঝোরা ধারাবাহিকের পর এবার পর্দার নায়ক হয়ে ফিরছেন অভিনেতা। শোনা যাচ্ছে, জি-বাংলার খুব শীঘ্রই আসছে আরও একটি নতুন মেগা ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় থাকবেন সপ্তর্ষি রায়।
‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় এই নতুন ধারাবাহিক মা ও দুই ছেলের গল্প। অভিনেত্রী অঞ্জনা বসুর বড় ছেলের চরিত্রে থাকবেন সপ্তর্ষি রায় এবং ছোট ছেলের ভূমিকা দেখা মিলবে আর্য দাশগুপ্তের। নায়িকার ভূমিকায় ধরা দেবেন তানিষ্কা তিওয়ারি।