পর্দায় ফিরছেন অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। যাকে এখনও অনেকে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘অনু’ হিসাবেই চেনেন। সদ্যই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নতুন লুক-এর ছবি।
ফুলস্লিভ ব্লাউজ়, সঙ্গে মানানসই ঘিয়ে রঙা শাড়ি। খোলা চুল আর কপালে ছোট কালো টিপ। নতুন ধারাবাহিকে ঠিক এই ভাবেই সাজানো হয়েছে দেবপর্ণাকে। জানা যাচ্ছে ‘জ়ি বাংলা সোনার’-এর ‘এসআইটি বেঙ্গল’ ধারাবাহিকের একটি গল্পে দেখা যাবে অভিনেত্রীকে।
আসন্ন নতুন ধারাবাহিক প্রসঙ্গে দেবপর্ণা বললেন, “এখন ধারাবাহিকের গল্প বলার ধরন অনেকই বদলে গিয়েছে। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের প্রায় সব চরিত্রের সমান গুরুত্ব ছিল। সেই ভাবেই বোনা হয়েছিল গল্প। তাই হয়তো এখনও ‘অনু’ চরিত্রটিকে এখনও ছাপিয়ে যেতে পারেনি তাঁর বাকি চরিত্রগুলো।”
‘বোঝে না সে বোঝে না’র পর মাঝে তিন বছর পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। দেবপর্ণার কথায়, “কাছের মানুষকে হারিয়েছিলাম। তাই মনে হয়েছিল ওই সময় পরিবারের পাশে থাকা প্রয়োজন। কিন্তু কয়েক বছর পরে যখন ফেরত এলাম, তখন ইন্ডাস্ট্রি অনেকটা বদলে গিয়েছে। চেনা মানুষগুলোও কেউ আছে কেউ নেই। তাই সেই হারানো জায়গা পাওয়া সম্ভব হয়নি।”
মাঝে বেশ কয়েকটি ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন দেবপর্ণা। তাকে শেষ বার দর্শক দেখেছিল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।

