‘মিঠিঝোরা’র পর ফের পর্দায় নতুন গল্প নিয়ে হাজির ‘নীলু’ ওরফে দেবাদৃতা বসু

দেবাদৃতা বসু

‘মিঠিঝোরা’ ধারাবাহিকে প্রথমবার ভিলেন চরিত্রে অভিনয় করেই বাজিমাত করেছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। ‘নীলু’ চরিত্রটি সত্যি দর্শকের মন কেড়েছে। কিছুদিন আগেই শেষ হয়েছে তার ধারাবাহিক। এর আগে একাধিক ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দেবাদৃতা।

সম্প্রতি ফের পর্দায় নতুন গল্প নিয়ে হাজির ছোটপর্দার নীলু ওরফে দেবাদৃতা। তবে এবার আর কোন ধারাবাহিকে নয়, ওটিটির সিরিজের ঘরানায় বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই সিরিজের মুখ্য চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই মাইক্রো সিরিজের শুটিং। বর্তমানে বড় ভিডিওর থেকে রিল ভিডিও দেখতে বেশি পছন্দ করেন দর্শক।‌ তাই এই পছন্দের কথা মাথায় রেখেই রিল ফরম্যাটে আসছে এই সিরিজ। সূত্রের খবর, ত্রিকোণ প্রেমের গল্প বলবে এই সিরিজ। পরিচালনায় অভ্রজিৎ সেন।