সুখবর! ‘মিঠিঝোরা’র পর ফের নতুন প্রোজেক্টে দেবাদৃতা বসু

দেবাদৃতা বসু

কিছুদিন আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। আর এই ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী দেবাদৃতা বসু। যিনি রাইয়ের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।

মিঠিঝোরা ধারাবাহিকের আগে একাধিক বাংলা সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। জয়ী ধারাবাহিকের হাত ধরে প্রথম দর্শকমহলে পরিচিতি পান। নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা দখল করে নিয়েছেন।

যারা নীলু থুড়ি দেবাদৃতাকে মিস করছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। ধারাবাহিকের শেষ হতেই আবার নতুন প্রোজেক্টে কাজ সারলেন অভিনেত্রী। না কোনও নতুন ধারাবাহিক নয়, এবার একটি মিউজিক ভিডিওতে।

রবি ঠাকুরের অবিস্মরণীয় গান “তুমি রবে নীরবে” অবলম্বনে আমাদের নিবেদন “রবে নীরবে” আসছে খুব শীঘ্রই। আর সেখানেই দেখা মিলবে দেবাদৃতার। তার বিপরীতে থাকবেন তার বাস্তব জীবনের প্রেমিক অভিনেতা রাহুল দেব বসু।