‘মিঠিঝোরা’র পর ফের নতুন প্রোজেক্টে অভিনেত্রী দেবাদৃতা বসু

অভিনেত্রী দেবাদৃতা বসু

বাংলা সিরিয়ালের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী দেবাদৃতা বসু। জয়ী ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন। একসময় নায়িকা হয়ে সাফল্যে পেলেও আজকাল ভিলেন চরিত্রে তাকে দেখা যাচ্ছে।

জি-বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। প্রথমবার ভিলেন চরিত্রে দেখা গেছে দেবাদৃতাকে। প্রথমবার ভিলেন চরিত্রে অভিনয় করলেও পর্দায় নিখুঁত ভাবে নিজের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন।

তবে মিঠিঝোরা’য় সাফল্য মিলতেই এবার নতুন জার্নি শুরু করতে চলেছেন অভিনেত্রী। একটি মাইক্রো ড্রামায় অভিনয় করবেন দেবাদৃতা। নাম ‘চেকমেট’। নিজেই সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।