‘মিঠাই’ ধারাবাহিকে দর্শকের একটি প্রিয় চরিত্র হল আইপিএস অফিসার রুদ্র। এই চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা। মাঝে ‘পিলু’ ধারাবাহিকে রঞ্জার বন্ধু হিসাবে অভিনয় করেছিলেন।
শুধু পিলু, মিঠাই নয়, এর আগেও একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছে ফাহিম। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে রাজা রামমোহন রায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ‘কড়ি খেলা’ ধারাবাহিকেও খল চরিত্রে তাকে দেখা গিয়েছিল। তবে ‘মিঠাই’ এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা।
তবে এবার একেবারে ভিন্ন স্বাদের ধারাবাহিকে অভিনয় করবেন মিঠাইয়ের রুদ্র। ২ রা জানুয়ারি থেকে আকাশ আট চ্যানেলে আসতে চলেছে ‘সাহিত্যের সেরা সময়’। এর আগে ‘সাহিত্যের সেরা সময়’ চলেছিল ১০ বছরের বেশি সময় ধরে। দর্শক পর্দায় ব্যাপক উপভোগ করেছিল।
আবারও নতুন অধ্যায় নিয়ে আসছে ‘সাহিত্যের সেরা সময়’। ধারাবাহিকের প্রথম অধ্যায়ে দেখা যাবে ‘শ্বেত পাথরের থালা’। এছাড়াও দেখা যাবে বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ এবং সুচিত্রা ভট্টাচার্যের ‘কাঁচের দেওয়াল’। বছরের শুরুতে আকাশ আট এই ধরনের উপন্যাস গল্পগুলি উপহার দেবেন দর্শকদের। যেখানে অভিনয় করবেন অভিনেতা ফাহিম মির্জা, দেবদূত ঘোষ, স্নেহা দাস সহ আরও অনেকে।