
স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর যারা দুঃখ পেয়েছিলেন তাদের জন্য সুখবর রয়েছে। ফের কামব্যাক করছে আপনাদের সকলের প্রিয় মৌ ওরফে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্টার জলসার হাত ধরেই ফিরছেন তিনি।
জানা যাচ্ছে, স্টার জলসায় আসছে একটি নতুন ধারাবাহিক। আর এই নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রে কাস্ট করা হয়েছে স্বীকৃতিকে। যদিও এখনও অফিশিয়ালি কিছু ঘোষণা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এমনটাই খবর ছড়িয়ে পড়েছে।
কিছুদিন আগে স্বীকৃতির সঙ্গে ট্র্যাভেল করতে দেখা যায় ‘মেয়েবেলা’র নায়ক অর্পণ ঘোষালকে। বোঝা যাচ্ছিল নতুন কিছু আসতে চলেছে। যদিও তারা স্পষ্ট কিছু বলেননি। তাহলে কি দুজনকে আবার একসঙ্গে পাওয়া যাবে নতুন ধারাবাহিকে? আবার পর্দায় মৌ-ডোডোর রসায়ন ফিরে পেতে চলেছেন অনুরাগীরা? সেটা সময় বলবে।
প্রসঙ্গত, ‘মেয়েবেলা’ ধারাবাহিক টিআরপি তালিকায় সেভাবে ভালো টিআরপি না পেলেও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে মৌ-ডোডোর কেমেস্ট্রিতে বুঁদ ছিল দর্শকেরা। অল্প সময়ের মধ্যে এই ধারাবাহিককে হারিয়ে ফেলার আক্ষেপ রয়েছে দর্শকদের মধ্যে। তাহলে দর্শকের কথা ভেবেই মৌ-ডোডোকে কি ফেরানো হচ্ছে? ঠিক যেমন দর্শকের ভালোবাসায় ফিরে এসেছে নীল-তিয়াসা, প্রতীক-সোনামণি।