‘মেয়ে বেলা’র পর স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালে ফিরলেন ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার

স্বীকৃতি মজুমদার

বর্তমানে বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। যাকে শেষ দেখা যায় জি-বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে। ছোটপর্দার দর্শকের কাছে অভিনেত্রী পরিচিত কখনও ‘খেলাঘর’র পুর্ণা তো কখনও ‘মেয়েবেলা’র মৌ হিসাবে।

ছোটপর্দার পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন স্বীকৃতি। ‘আলোর কোলে’র পর এবার ফের নতুন বাংলা সিরিয়ালে ফিরছেন স্বীকৃতি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তার নতুন লুক। সেখানে তিনি লিখেছেন, প্রচুর ভালোবাসা আর সাপোর্ট চাই, আজ রাতে দেখা হচ্ছে ‘রানী ভবানী’ তে।

স্বীকৃতি মজুমদার

স্টার জলসার পর্দায় সদ্য দুদিন হয়েছে সম্প্রচার শুরু হয়েছে ‘রানী ভবানী’র। সেখানে এক গুরুত্বপুর্ন চরিত্রে দেখা যাবে স্বীকৃতি কে। গল্পে তার চরিত্রের নাম এখনও জানা যায়নি। পজিটিভ নাকি নেগেটিভ, কোন চরিত্রে অভিনয় করবেন সেটাও জানা যায়নি।