‘সেদিন দুজনে’ ধারাবাহিকের বহু বছর পর নতুন সিরিয়ালে ফিরছেন নায়িকা শাওন ওরফে অপর্ণা

অপর্ণা

সালটা সম্ভবত ২০১০-১১! স্টার জলসার হাত ধরেই একের পর এক নস্টালজিয়া সিরিয়াল যা আজও বাঙালি ভুলতে পারেনি। তখনকার দিনের মেগা ধারাবাহিকগুলির মধ্যে একটা আলাদাই জোশ ছিল। যেটা আজকালকার ধারাবাহিকে ১ শতাংশও নেই।

সেই সময়কার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘সেদিন দুজনে’। মনে পরে শাওন আর শুভর প্রেম কাহিনীর কথা? অনেকেই হয়তো তাদের ভুলে গেছেন। এই ধারাবাহিকে নায়িকা শাওনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অর্পণা বন্দ্যোপাধ্যায় এবং শুভ’র ভূমিকায় ছিলেন অভিনেতা প্রিয়ম।

প্রিয়মকে এখনো বাংলা সিরিয়ালের পার্শ্ব চরিত্রে দেখা গেলেও নায়িকা শাওন অর্থাৎ অর্পণাকে এই ধারাবাহিকের পর পর্দায় পাওয়া যায়নি।
বহু বছর পর আবার তাকে নতুন বাংলা সিরিয়ালে দেখে চমকে উঠেছেন দর্শকেরা। যদিও তার চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে । তাই আচমকা দেখলে বোঝা মুশকিল তিনি যে একসময়কার জনপ্রিয় ধারাবাহিক  ‘সেদিন দুজনে’ নায়িকা । তবে দর্শকের চোখে কি আর ফাঁকি দেওয়া যায়। তারা ঠিক চিনতে পেরেছেন অভিনেত্রীকে।

সদ্য প্রকাশ পেয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’র প্রোমো। এই প্রোমোতে প্রথমেই দেখা যায় বিয়ের জন্য বরের বাড়ির লোকেরা এসেছে। আর তাদের মধ্যে মহিলা যিনি এসেছেন তিনি হলেন অভিনেত্রী অর্পণা বন্দ্যোপাধ্যায়। একসময় ‘সেদিন দুজনে’ মেগা ধারাবাহিকের নায়িকা হিসাবে দর্শকের নজর কেড়েছিলেন।
অপর্ণা
আচমকাই অভিনেত্রীকে দেখে অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় একটি সিরিয়ালের ফ্যান পেজ থেকে তার ছবি দিয়ে জানানো হয় এই মহিলা হলেন ‘সেদিন দুজনে’ নায়িকা শাওন। আর তারপরেই নস্টালজিয়ায় ভেসে যান ভক্তরা।