মন্দারের পর নতুন চরিত্রে পর্দায় হাজির দেবজ্যোতি রায় চৌধুরী

দেবজ্যোতি রায় চৌধুরী

টেলি পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী। এই মুহূর্তে জি-বাংলা ও স্টার জলসা দুই প্রধান সারির চ্যানেলেই দেখা যাচ্ছে অভিনেতা কে। জি-বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে মন্দার চরিত্রে দেবজ্যোতি’র অভিনয় সত্যি প্রশংনীয়। অন্যদিকে স্টার জলসার ‘তুই আমার হিরো’ তে পাপাই দা চরিত্রে অভিনয় করছেন দেবজ্যোতি।

ফের আরও একবার নতুন চরিত্রে পর্দায় দেখা যাবে ছোটপর্দার মন্দার কে। স্টার জলসার পর্দায় আসছে ‘লক্ষ্মী ঝাঁপি’। আসন্ন ধারাবাহিকেই গুরুত্বপুর্ন চরিত্রে অভিনয় করবেন দেবজ্যোতি। তবে তার চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো।

‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় পথ চলা শুরু করেছিলেন দেবজ্যোতি। ‘বৌমা একঘর’ধারাবাহিকে সুস্মিতা দে-র বিপরীতে অভিনয় করেও দর্শকমহলে জনপ্রিয়তা পান অভিনেতা। এছাড়াও একাধিক শর্টফিল্ম, মিউজিক ভিডিয়ো এবং সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা।