
জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘তুই আমার হিরো’। প্রথমদিন থেকে মিশ্র ফলাফল পাচ্ছে এই মেগা। ধারাবাহিকের গল্প অনুযায়ী, শাক্যজিৎ-এর সঙ্গে বিয়ে হয়ে যায় সাধারণ মেয়ে আরশির। তাদের মধ্যে শুরু থেকে তেমন মিল ছিল না।
তবে ভাগ্যক্রমে তারা একে অপরের পাশে দাঁড়া। ভিলেন মধুবনী বিপদে ফেলতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। খল নায়িকা ‘মধুবনী’র চরিত্রে রয়েছেন শার্লি মোদক। মধুবনী চক্রান্ত প্রতিবার বানচাল করে দিচ্ছে আরশি।
তবে এবার গল্পে আসছে নতুন মোড়। গল্পে এন্ট্রি নেবে আরও এক ভিলেন। আরশিকে ফাঁসাবে বলে নন্দিনী নামের একজনের সঙ্গে হাত মেলাবে মধুবনী। এই নন্দিনী চরিত্রে ‘তুই আমার হিরো’তে এন্ট্রি নেবেন অভিনেত্রী ডালিয়া ঘোষ। এবার দেখার বিষয় কিভাবে আরশিকে বিপদে ফেলে সে।