‘মাধবীলতা’র পর আরও একবার ছোটপর্দায় শ্রাবণী ভুঁইয়া

শ্রাবণী ভুঁইয়া

দর্শকের প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। যিনি নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে তার অভিনীত সিরিয়াল ‘মাধবীলতা’। মাত্র তিন মাসেই বন্ধ করে দেওয়া হয়েছে এই ধারাবাহিকটি। যদি সিজেন ২ নিয়ে খুব শীঘ্রই আসার কথা রয়েছে পর্দায়।

এর আগেও ‘জীবন সাথী’ ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রাবণী। সদ্য ব্লুজের একটি মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে। তবে দর্শক অপেক্ষা করে রয়েছেন তার নতুন সিরিয়ালের জন্য। পর্দায় কবে ফিরবেন মাধবী? তা জানা নেই। তবে ‘মাধবীলতা’র পর দর্শক আরও একবার অভিনেত্রীকে দেখতে পারবেন পর্দায়।

আজ ‘দিদি নং ১’-এ মায়ের সঙ্গে খেলতে আসছেন অভিনেত্রী। আজকের এপিসোডে দর্শক মাধবীলতার পাশাপাশি পিলুকেও দেখতে পারবেন। তাদের দুজনের আড্ডা-নাচে জমে উঠবে ‘দিদি নং ১’এর মঞ্চ। তাই যারা শ্রাবণীকে মিস করছেন অবশ্যই দেখতে ভুলবেন না আজকের এপিসোডটি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here