বাংলায় প্রথম সারির পরিচালক হল রাজ চক্রবর্তী। একটা সময় ছিল যখন রাজ চক্রবর্তীর সিনেমা মানেই বক্স অফিসে রেকর্ড ব্রেক। যেমন চিরদিনই তুমি যে আমার, দুই পৃথিবী, প্রেম আমার ইত্যাদি।
শুধু সিনেমা নয়, রাজ চক্রবর্তীর সিরিয়াল পর্দায় ভালো সাফল্য পেয়েছে। ফেলনা, গোধূলি আলাপ দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। তবে এবার নাকি হিন্দি ধারাবাহিকে পরিচলনা করবেন রাজ।
আনন্দবাজারে শেয়ার করা এক রিপোর্টে জানা গেছে রবিবার গুরুগ্রামের একটি ফিল্মসিটিতে দেখা গিয়েছে। সেখানে জনপ্রিয় হিন্দি সিরিয়াল অনুপমাকে দেখা যায়। সূত্রের খবর, কোনও সিরিয়ালের প্রোমো শুটিং চলছিল।
শোনা যাচ্ছে, বাংলার পটলকুমার গানওয়ালার এবার হিন্দি রিমেক আসছে। আর এই সিরিয়ালের হাত বলিউডে আত্মপ্রকাশ করছেন রাজ। যার হিন্দি নাম হচ্ছে তু দিল মে ধড়কন। আর ‘অনুপমা’ হিন্দি সিরিয়ালে থেকে সেটা প্রচার করা হবে।