বাঙালি অভিনেতা কৌশিক সেন। খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। যেখানে এক উকিলের ভূমিকায় মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। থিয়েটারের মঞ্চ থেকে বড়পর্দা, সবেতেই তার অনবদ্য অভিনয়ের সাক্ষী বাংলার দর্শক। ধারাবাহিক শুরু হওয়ার আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন এই অভিনেতা।
আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে অভিনেতা কৌশিক সেনের চোখে সেরা নারী তার স্ত্রী অভিনেত্রী রেশমি সেন। স্কুল জীবন থেকে সেই প্রেমের বন্ধন আজ অবধি একইরকম আছে। তার জীবনের কঠিন সময়গুলোতে পাশে ছিলেন রেশমি। তাই নারী দিবসে স্ত্রীকে কুর্নিশ জানালেন অভিনেতা।
কৌশিক সেন জানান, তাদের প্রেম শুরু হয় স্কুলজীবনে থাকাকালীন। অভিনেতা তখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে আর স্ত্রী রেশমি তখন ক্লাস টেনে পড়ে। তখন থেকেই দুজনেই হাতে হাত রেখে চলা শুরু। একটা সময় ছিল যখন অভিনেতা একটা বেসরকারি চাকরি করতেন।
মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় সংসারের দায়িত্ব তার উপর বেশি ছিল। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের অনিশ্চয়তা নেমে আসে। চাকরি ছেড়ে নাটকের দলে যোগ দিয়েছিলেন অভিনেতা। অন্যদিকে তখন তার স্ত্রী রেশমির পরিবার বেশ স্বচ্ছল। অভিনেতা পেশা হিসাবে অভিনয় বেছে নেন। সাহস দেখায় তার স্ত্রী। পরিবারের অনিশ্চয়তা দেখেও অভিনেতার জীবন থেকে এক মুহূর্তের জন্য সরে যাননি রেশমি সেন। তাই স্ত্রীর মতো স্টেপ আউট করে ছক্কা মারতে খুব কম মানুষকে দেখেছেন তিনি।
কৌশিক সেন আরও জানান, তার ছেলে ঋদ্ধি সেন যে অভিনয় করবে, সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তার স্ত্রী। পড়াশোনা আর অভিনয় পাশাপাশি ব্যালেন্স করতে চাপ পড়ে যাচ্ছিল ঋদ্ধির উপর। ছেলের পড়াশুনো ছাড়ার ঝুঁকি নিয়েছিলেন রেশমি।
Amio lekha likhi Kori.