‘কথা’ ধারাবাহিক ছেড়ে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’তে যোগ দিলেন প্রধান অভিনেত্রী

কে প্রথম কাছে এসেছি

জি-বাংলায় আসছে মোহনা মাইতির নতুন মেগা ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। এই ধারাবাহিকে থাকছেন একাধিক জনপ্রিয় তারকারা। রয়েছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, অভিনেত্রী গোপা মাইতি, অভিনেত্রী সুচন্দ্রা চৌধুরী আর অনেকে।

শোনা যাচ্ছে, মোহনা মাইতির এই নতুন ধারাবাহিকে যোগ দিতে চলেছেন ‘কথা’ ধারাবাহিকের একজন প্রধান অভিনেত্রী। আচমকাই জি-বাংলা থেকে স্টারের সঙ্গে চুক্তিব্দধ হয়েছেন তিনি। কে তিনি?

তিনি হলেন অভিনেত্রী অলিভিয়া মালাকার। যিনি ধারাবাহিকে প্রিয়াঞ্জলি চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও তিনি অভিনয় করছেন ‘মন দিতে চাই’ ধারাবাহিকে।

কে প্রথম কাছে এসেছি

‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অলিভিয়া। এই ধারাবাহিকের পাশাপাশি কথা ধারাবাহিকেও অভিনয় করেছেন।