‘নিম ফুলের মধু’ ছেড়ে এবার নতুন ধারাবাহিকে এন্ট্রি নিলেন তিন্নি ওরফে নবনীতা মালাকার

নবনীতা মালাকার

অভিনেত্রী নবনীতা মালাকার, ছোটপর্দার অতি পরিচিত মুখ। যাকে আপনারা এতদিন জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তিন্নি চরিত্রে অভিনয় করতে দেখতে পারছিলেন। যদিও এই মুহূর্তে ধারাবাহিকে তার পার্ট শেষ আর কোনদিন তাকে ফেরানো হবে কিনা তা জানা নেই।

একসময় একাধিক ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যেত। মাঝে বহুদিন অভিনেত্রী কাজ থেকে বিরত ছিলেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের হাত ধরে আবার তিনি কামব্যাক করেন। ধারাবাহিকে পর্ণার পাশাপাশি তিন্নি ভিলেন চরিত্রটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল।

তবে এবার শোনা যাচ্ছে, তিন্নির চরিত্রে পার্ট শেষ হওয়ার পরেই আরও এক ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী। এবার থেকে তাকে দেখা যাবে সান বাংলায় রুকমা রায়ের নতুন ধারাবাহিক ‘রুপসাগরের মনের মানুষ’-এ। খুব শীঘ্রই এই ধারাবাহিকে এন্ট্রি নেবেন নবনীতা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here