মাচা শো করতে গিয়ে একের পর এক শিল্পী অপমানের দৃশ্য শোনা যাচ্ছে। এবার হেনস্থার শিকার সারেগামাপা-খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক! মেদিনীপুরে শো করতে গিয়ে চরম বিপত্তি। গায়কের একাধিক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওর সূত্র ধরে জানা যাচ্ছে, গান গাইতে গাইতে মঞ্চ থেকে নামেন স্নিগ্ধজিৎ। হাত মেলাতে যান সামনে থাকা শ্রোতাদের সঙ্গে। আর ঠিক সেই সময় কেউ একজন ধাক্কা মেরে বলেন মঞ্চে ফেরত যেতে। তার ব্যবহারে স্বাভাবিক ভাবে রেগে যান স্নিগ্ধজিৎ
ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে উঠেই এই গোটা তীব্র প্রতিবাদ জানিয়ে গায়ক বলেন, ‘ভালোবাবেও তো বলতে পারতেন, আপনার থেকে আমি জুনিয়র।’ মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলাতে সেই ঘটনা ঘটে।
এই প্রথম নয়, এর পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন লগ্নজিতা চক্রবর্তীকে। ফেসবুকে পোস্ট করে স্নিগ্ধজিৎ লেখেন, “অত মানুষের অনুরোধে তাঁদের সাথে ছবি তুলতে যাওয়া যদি ভুল হয়ে থাকে তবে তো সত্যিই ভুল করেছি আমি তো ধাক্কা না দিয়ে একবার ভালো ভাবে বললেই আবার মঞ্চে চলে আসতাম,অনেক কষ্ট পরিশ্রম করে এই ভালোবাসা পেয়েছি আমি তাই এটাকে উপেক্ষা করার সাহস আমার নেই, শুধুমাত্র ওই একটা মানুষের জন্য সব যেনো কেমন হয়ে গেলো। খুবই ভালো কমিটির সবাই, দর্শক, আয়োজন,পরিবেশ,প্রশাসন সব মিলিয়ে দারুণ। গানে গল্পে সবাই মিলে দারুণ আনন্দ করেছি গতকাল “মেদিনীপুরে সৃষ্টিশ্রী মেলায়” বরাবরের মতো প্রচুর আশীর্বাদ ভালোবাসা পেয়েছি গতকাল,শুধুমাত্র ওই একটা মানুষের জন্য এই এত ভালো কিভাবে মিথ্যে বা খারাপ হয়ে যাবে? একটাই চাওয়া গতকাল উপস্থিত মানুষরা তোমরা যদি একটু পরিষ্কার করে দাও সবার কাছে যে ঠিক কি হয়েছিলো? চিরকৃতজ্ঞ থাকবো নইলে কিছু মানুষ ভুল বার্তা রটাচ্ছে, এই একটা ছোট্ট ব্যাপারকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই বিনা কারণে আমায় আবার সবাই ভুল বুঝছে, যাই হোক দোষ করিনি যখন তাই মাথা উঁচুই থাকবে আর সময়ের সাথে এটা আমার পক্ষেই আসবে কিন্তু আপাতত তোমরা একটু পরিষ্কার করে দাও আর হ্যাঁ এখানে ধর্ম ও রাজনীতি একদমই নেই এই পুরো ব্যাপারটায়।। সবার সহযোগিতা কাম্য।”

