‘কৃষ্ণকলি’র পর ফের ‘কীর্তন’ ঘিরে নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

বৃন্দাবন বিলাসিনী

বাংলা টেলিভিশনের পর্দায়  বাংলা সিরিয়ালের আনাগোনা তো লেগেই আছে। সেই তালিকায় আরও এক সংযোজন ‘বৃন্দাবন বিলাসিনী’। সান বাংলায় আসছে এই নতুন মেগা।

ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ‘আদরিনী’ খ্যাত সুদীপ্তা রায় ও ‘গীতা এলএলবি’-র রাহুল গঙ্গোপাধ্যায়। ধারাবাহিকের গ্রামের দরিদ্র মেয়ে বিনু চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকে এবং আধুনিক মনস্ক বিজ্ঞানী কৃষের চরিত্রে রয়েছেন রাহুল।

গল্পের নায়িকা বিনু কৃষ্ণের কীর্তনে গায় । কৃষ্ণভজনের শক্তি ও সৌন্দর্য পুরো বিশ্বে মেলে ধরাই তার একমাত্র লক্ষ। অন্যদিকে নায়িকা কৃশ একজন বিজ্ঞানী, যিনি বিজ্ঞানে বিশ্বাস করেন। ঈশ্বরে তার একেবারেই বিশ্বাস নেই। ভাগ্যক্রমে কৃষের সাথে বিয়ে হয় বিনুর। এদিকে শ্বশুরবাড়ি কৃষ্ণভক্তি নিষিদ্ধ। কীভাবে নিজের লড়াইকে চালিয়ে নিয়ে যাবে বিনু সেই নিয়ে ধারাবাহিকের গল্প।

৩১ শে আগস্ট থেকে সান বাংলায় প্রতিদিন রাত ৭.৩০ টায় সম্প্রচার হবে এই মেগা ধারাবাহিক। এবার দেখার বিষয় এই ধারাবাহিক দর্শকের কতটা অন জয় করতে পারে।