অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। হৃদয় হরণ বিএ পাশ ধারাবাহিকে নায়িকা হয়েই প্রথম পর্দায় জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর ফেলনা, মন ফাগুন, একাদোক্কা, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করেছেন।
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে রোহিণী চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে আচমকাই ধারাবাহিকের মাঝপথে ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী। খুব সম্ভবত অসুস্থতার কারণেই ধারাবাহিক ছেড়ে দেন। অভিনেত্রীর চলে যাওয়ায় দর্শক ভীষণ মিস করছিলেন তাকে।
তবে ফের আরও একবার প্রধান সারির চ্যানেলে দেখা যাবে রোশনিকে। তবে কোনও সিরিয়ালে নয়, বরং জি-বাংলার ‘দিদি নম্বার ওয়ান’-এ খেলতে আসছেন অভিনেত্রী। সেই খবর নিজেই শেয়ার করেছেন। খুব শীঘ্রই আবার জি-বাংলার পর্দায় দর্শক তাকে দেখতে পারবেন।