বড় চমক! ‘খুকুমণি হোম ডেলিভারি’র পর ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন রাহুল-দীপান্বিতা

অভিনেতা রাহুল মজুমদার

স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের কথা মনে আছে? এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা রাহুল মজুমদার। তাদের জুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছিল।

খুকুমণি আর বিহান- আজও সিরিয়াল প্রেমীরা ভুলতে পারেনি। তবে এবার সকলকে চমকে দিয়ে বড় সুখবর ঘোষণা করলেন তারা। আবার ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন তারা। কোন ধারাবাহিকে?

না, এবার ধারাবাহিকে তারা জুটি বাঁধছেন না।  আনন্দবাজার ডট কম এর কাছে দীপান্বিতা জানিয়েছেন, এ বার ধারাবাহিকে নয়, আমরা সুরে সুরে ফিরছি। একটি  গানের অনুষ্ঠানের সঞ্চালনা করেছি। চলতি মাসের শেষে সান বাংলায় দেখানো হবে ‘প্রাণের উৎসব’। সেখানেই আমি আর রাহুলদা জুটি বেঁধে।’ অর্থাৎ ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের সেই জুটিকে দর্শক আবার একসাথে দেখতে পারবেন।