দিতিপ্রিয়া রায় অভিনীত জি বাংলার জনপ্রিয় এক ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। এই ধারাবাহিক আপামর বাঙালীর খুব পছন্দের। ২০১৭ সাল থেকে ২০২২ সাল, একটানা ৫ বছর ধরে চলা এই ধারাবাহিকটি দর্শকদের কখনও একঘেয়ে লাগেনি। কারণ গল্পের প্রতিটা চরিত্রের অভিনয়ই নিখুঁত।
আর এই ধারাবাহিকে দিতিপ্রিয়া ওরফে ‘রানি মা’ চরিত্রটি ছাড়া আরও দুটি চরিত্র দর্শকের নজর কেড়েছিল। ‘রানি মা’র ছোট মেয়ে জগদম্বা, যে ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী সম্পূর্ণা মন্ডল কে। অন্য চরিত্রটি হল মথুরামোহন, রানি মা’র ছোট জামাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব চ্যাটার্জি।
‘করুণাময়ী রানী রাসমণি’র পর সম্প্রতি ফের একফ্রেমে নজরে আসল মথুর-জগদম্বা ওরফে গৌরব-সম্পূর্ণা। গৌরব চ্যাটার্জির বাড়ির লক্ষ্মীপুজো উপলক্ষে এদিন অভিনেতার বাড়িতে আমন্ত্রিত ছিলেন সম্পূর্ণা। আর সেখানেই অনেকদিন পর দু’জনকে একফ্রেমে পাওয়া গেল। তাদের ছবি আরও একবার পুরনো মথুর-জগদম্বার চরিত্রের কথা মনে করিয়ে দিল দর্শকদের।
View this post on Instagram