খুব অল্প বয়সেই পর্দায় অভিনয় দিয়ে দর্শকমনে ছাপ ফেলেছেন বিয়াস। বর্তমানে ধারাবাহিক থেকে শুরু করে সিরিজ, ছবির জগতেও দারুণ পরিচিতি পেয়েছেন ‘কড়িখেলা’ ধারাবাহিকের ‘সৃজা’ ওরফে অভিনেত্রী বিয়াস ধর। জি বাংলার রাগে অনুরাগে সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রাখেন বিয়াস। রানী রাসমণি, সৌদামিনির সংসার এর মত জনপ্রিয় ধারাবাহিকেও কাজ করেছেন অভিনেত্রী।
বিয়াসকে শেষবারের মত দেখা যায় আকাশআটের ‘অনুপমার গল্প’এ। তবে খুব শীঘ্রই ছোটপর্দায় দেখা মিলবে অভিনেত্রীর। জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা ‘কনে দেখা আলো’। এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বিয়াস।
এই ধারাবাহিকে প্রথমবার ধারাবাহিকে জুটি বাঁধছেন নন্দিনী দত্ত ও সোমরাজ মাইতি। গল্পে সোমরাজের বোনের চরিত্রে দেখা যাবে বিয়াসকে। পর্দায় বিয়াসের চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা যদিও এখনও খোলসা হয়নি। তবে ধারাবাহিকে তার চরিত্রটির ভুমিকা নাকি অনেকটাই। এছাড়াও গল্পে থাকছেন সাইনা চট্টোপাধ্যায় ও মৈনাক ঢোল। ইতিমধ্যেই বোলপুরে ধারাবাহিকের প্রোমো শুটিং হয়েছে। আগস্টের শুরুতেই সম্প্রচারিত হতে পারে এই নতুন মেগা।