‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের পর ফের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন রোশনি ভট্টাচার্য

রোশনি ভট্টাচার্য

অভিনেত্রী রোশনি ভট্টাচার্য, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী। একসময় ছোটপর্দার দর্শক নায়িকা হিসাবে দর্শক চিনতেন, আজ তিনি পরিচিতি পান ছোটপর্দার ভিলেন হিসাবে।

স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে তার অভিনীত রোহিণী চরিত্রটি বেশ ভালো চর্চিত ছিল দর্শকমহলে। এরপর তাকে আর বাংলা সিরিয়ালে দেখা যায়নি। এর মাঝে ‘অতি উত্তম’ ছবিতে অভিনয়ও করেছেন।

বহুদিন ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন রোশনি। তবে এবার ফের বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি। আবার স্টার জলসার হাত ধরেই ফিরছেন। তাকে এবার থেকে দেখা যাবে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে।

‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে নায়ক ঋষির প্রাক্তন প্রেমিকা ঝোরা চরিত্রে অভিনয় করবেন। খুব শীঘ্রই এন্ট্রি নেবেন। শোনা যাচ্ছে, প্রোমো শুট ইতিমধ্যে হয়ে গিয়েছে।