আজব কাণ্ড! স্টার জলসায় একের পর এক ধারাবাহিক শেষের যেন উৎসব লেগেছে। নতুন ধারাবাহিক আগমনে আচমকাই শেষ করে দেওয়া হচ্ছে জনপ্রিয় সব ধারাবাহিক। স্টার জলসার কীর্তি দেখে হতবাক হচ্ছেন দর্শক। বোঝাই যাচ্ছে না কোন সিরিয়াল রয়েছে সমাপ্তির পথে?
শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকের জন্য খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে গীতা এলএলবি। সেই খবর ইতিমধ্যে সকলের জানা। তবে এরপর আরও একটি ধারাবাহিক বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন এবার বন্ধ হয়ে যেতে পারে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক। দিনে দিনে টিআরপি কমেছে। এদিকে আসতে চলেছে একঝাঁক নতুন মেগা। তাই চ্যানেলের নিশানায় রয়েছে কথা। শোনা যাচ্ছে পুজোর পর হয়ে যেতে পারে এই মেগা। যদিও এখনো অফিশিয়ালি কিছু ঘোষণা হয়নি।