২০০৯ সালে চারুলতা ধারাবাহিককে অভিনয় করে নিজের পরিচিতি গড়ে ছিলেন পায়েল। তবে পছন্দমত চরিত্র না পেলে কাজ করেন না তিনি। যদিও এবার ধারাবাহিকের চরিত্র এবং সহকর্মী দুটোই পছন্দসই হওয়ার কারণে আর না বলতে পারেননি পায়েল।
অবশেষে স্টার জলসার হাত ধরে ৫ বছর পর আবারও বাংলা সিরিয়ালে পদার্পণ পায়েলের। মধুমিতা সরকার অভিনীত ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের হাত ধরে ফিরতে চলেছেন পায়েল। তার চরিত্রের নাম সুদর্শনা। অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন অম্বরীশ ভট্টাচার্য। পায়েলের উপস্থিতি ধারাবাহিকের জনপ্রিয়তা যে আরও কিছুটা বাড়িয়ে তুলবে সেটা বলাই বাহুল্য।

