পুরোনো ধারাবাহিক শেষ হতে না হতেই পর্দায় ফিরছে নতুন জুটি। স্টারজলসার পর্দায় চমক আনছে আরও এক নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিকটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে। এই মেগার হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী ‘তিতিক্ষা দাস’।
‘দুই শালিক’ ধারাবাহিকের পর ফের স্টার জলসার পর্দায় ফিরবেন তিতিক্ষা। ‘ইচ্ছে পুতুল’-এর মেঘ চরিত্র হোক কিংবা ‘দুই শালিক’-এর আঁখি প্রতিটা চরিত্রেই অভিনেত্রীর নজরকাড়া অভিনয় তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে তিতিক্ষা’র বিপরীতে দেখা যাবে কোন অভিনেতাকে? জানা যাচ্ছে, এই প্রথমবার তিতিক্ষার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণজয় বিষ্ণু। এর আগে ‘কোন গোপনে মন ভেসেছে’ তে অনিকেত চরিত্রে অভিনয়ে দর্শকমহলে প্রশংসা পেয়েছে অভিনেতা।
এবার নতুন ধারাবাহিকে রণজয় ও তিতিক্ষার জুটি নিয়ে দর্শকমহলে আগ্রহ বেড়েছে বেশ। জানা গেছে, পুজোর পরই শুরু হবে শুটিং এর কাজ। খুব তাড়াতাড়ি আসতে পারে নতুন মেগার প্রোমো।