টিআরপি তালিকায় মিঠাই-খড়ি’কে রীতিমতো টেক্কা দিচ্ছে জগদ্বাত্রী ও গৌরী। চলতি সপ্তাহে মিঠাই, গাঁটছড়াকে হারিয়ে বাংলার টপার ‘গৌরী এলো’ ধারাবাহিক। অন্যদিকে এই সপ্তাহেও বাজিমাত করল ‘জগদ্বাত্রী’ ধারাবাহিক। নিজের দ্বিতীয় স্থান বজায় রাখল সে।
সোশ্যাল মিডিয়ায় ‘জগদ্বাত্রী’ ও ‘গৌরী এলো’ ধারাবাহিক নিয়ে সমালোচনা হলেও মানুষ টিভির পর্দায় এই ধারাবাহিক দেখতে পছন্দ করছেন তা টিআরপি বলে দিচ্ছে।
তবে ‘মিঠাই’ ধারাবাহিকের হাল খুবই খারাপ। মাত্র ৫.৮ রেটিং নিয়ে সপ্তম স্থানে নেমে গেল এই জনপ্রিয় ধারাবাহিক। মিঠাইয়ের কোনও টুইস্টই আর দর্শকের মন ভরাতে পারছে না। অন্যদিকে ‘মাধবীলতা’ ও ‘এক্কা দোক্কা’ স্লট লিডার।
প্রথম- গৌরী এলো (৭.৫)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)
তৃতীয়- ধুলোকণা (৬.৭)
চতুর্থ- গাঁটছড়া (৬.৫)
পঞ্চম- খেলনা বাড়ি (৬.১)
ষষ্ঠ- আলতা ফড়িং (৫.৯)
সপ্তম- মাধবীলতা | মিঠাই (৫.৮)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৭)
নবম- নবাব নন্দিনী (৫.৪)
দশম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৩)