ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় স্বীকৃতি মজুমদার, কোন নায়কের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী?

স্বীকৃতি মজুমদার

ধারাবাহিক দিয়েই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের। তার বাংলা ধারাবাহিকের সংখ্যা খুব অল্প হলেও প্রত্যেকটি পর্দায় ভালো সাফল্য পেয়েছে। ‘খেলাঘর’ ধারাবাহিকের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।

‘আলোর কোলে’ ধারাবাহিকের পর স্টার জলসার ‘আনন্দী’ ধারাবাহিকে অল্প সময়ের জন্য ক্যামিও চরিত্রে তার দেখা মেলে। ধারাবাহিক ছেড়ে ওটিটি দুনিয়াতেও নিজের পরিচিতি গড়েছেন স্বীকৃতি। তবে এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে স্বীকৃতির। সূত্রের খবর, পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবিতে দেখা মিলবে তার।

ছবির নাম ‘বিষণ্ণ’। প্রযোজনায় ‘নন্দী প্রোডাকশন হাউস’। একজন সাধারণ মানুষের জীবন ঘটনাচক্রে কিভাবে অপরাধ জগতের সঙ্গে জরিয়ে যাবে সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।

জানা যাচ্ছে, ছবির মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা লোকনাথ দেকে। এছাড়াও ছবিতে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে চলেছে চন্দন সেনকে। গল্পের বাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার একাধিক তারকার।

তাদের মধ্যে দেখা যেতে পারে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুব্রত দত্ত, পায়েল সরকার, ঈশান মজুমদার ও প্রসূন সাহাকে। কলকাতার আনাচেকানাচে ইতিমধ্যেই ছবির শুটিং সাড়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে মুক্তি পাবে মৈনাক ভৌমিকের বিষণ্ণ।