সঞ্চালনার পর এবার নতুন পেশায় পা রাখছেন সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

বর্তমানে অভিনয় থেকে ক্রিকেট জগতের তারকারা নতুন নতুন পেশায় পা রাখছেন। সৌরভ গাঙ্গুলি বাদ যাবেন কেন? এবার দাদা শুরু করলেন নতুন পেশা। ক্রিকেট, দাদাগিরির সঞ্চলনার পর এবার নিজের ব্যবসা চালু করলেন মহারাজ।

পুজোর আগেই সৌরভ নিয়ে এলেন নিজের নতুন জামাকাপড়ের ব্র্যান্ড।  ১৫ সেপ্টেম্বর অর্থাৎ আজ নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন। কলকাতার বুকে রাম্প ওয়াকে প্রথমবার হাঁটবেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের ব্র্যান্ডে নিয়ে আসছেন জামা, প্যান্ট, টি-শার্ট পাঞ্জাবি-সহ নানা পোশাক। তবে শুধুমাত্র ছেলেদের পোশাকই পাওয়া যাবে সেখানে। ব্র্যান্ডের নাম সৌরাগ্য। নিজের নামের সাথেই ব্র্যান্ডের নাম রেখেছেন। অনলাইনে একটি নির্দিষ্ট অ্যাপে সেই পোশাক পাওয়া যাবে।