‘চিরসখা’ ধারাবাহিকে মিঠি ও প্লুটোর প্রেম ছিল দর্শকমহলে বেশ চর্চিত। তবে গল্পে নতুন মোড় আনতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল প্লুটো। প্লুটোকে আর দেখতে না পেয়ে মন খারাপ হয়েছিল দর্শকের।
অনস্ক্রিনে অভিনেতা পার্থ বেরা ও ঐশী ভট্টাচার্যকে দারুণ পছন্দ করেছিলেন দর্শক। ধারাবাহিক থেকে পার্থর চরিত্র অর্থাৎ প্লুটো সরে গেলেও ঐশীর সঙ্গে তার বন্ধুত্ব এখনও চোখে পড়ার মতো। বহুদিন পর আবারও একসঙ্গে প্লুটো-মিঠিকে দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা।
সম্প্রতি ঐশীর জন্মদিনে তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে পার্থ লেখেন, ‘কেরিয়ারের শুরুতে সহ অভিনেত্রী হিসেবে তোমায় পাওয়াটা অনেকটাই অনাকাঙ্ক্ষিত ছিল। শুধু যে সহ অভিনেত্রী তা নয় একজন ভাল বন্ধু একজন ভাল মেন্টর ও একটা ভাল মানুষ হিসেবে তোমার উপস্থিতি ভীষণভাবে উজ্জ্বল থাকবে আমার জীবন পরিসরে।’
‘আর আজ তোমারই জন্মদিন, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।শুধু আজ নয় জীবনের প্রতিটি দিন তোমার সুখময় হোক, অনেক অনেক ভাল থেকো আর তোমার সব স্বপ্নপূরণ করো এই কামনা করি। দেখা হোক আর একসাথে আবারও কাজ হোক।’ সহ-অভিনেতার শুভেচ্ছাবার্তায় পার্থকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ঐশী।
Instagram-এ এই পোস্টটি দেখুন

