‘চিরসখা’র পর ফের স্টার জলসার নতুন সিরিয়ালে এন্ট্রি নিলেন শিঞ্জিনী চক্রবর্তী

শিঞ্জিনী চক্রবর্তী

ছোটপর্দায় উমা হয়ে পথ চলা শুরু করলেও অভিনয়ের দক্ষতায় ও দর্শকের ভালোবাসায় পর্দায় আজ ‘চিরসখা’ ধারাবাহিকের বর্ষা হয়ে উঠেছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী।

অভিনেত্রীকে পর্দায় পজিটিভ ও নেগেটিভ দুই চরিত্রেই অভিনয় করতে দেখা গেলেও নেগেটিভ চরিত্রেই বেশি নজর কেড়েছেন দর্শকের। তবে জানা যাচ্ছে, ‘চিরসখা’র পর স্টার জলসার আরও একটি নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ তে এন্ট্রি নিতে চলেছেন ছোটপর্দার বর্ষা ওরফে শিঞ্জিনী।

ধারাবাহিক শুরু হতে না হতেই হয়ে গেল মুখ বদল। ঝিলের বড় দিদির চরিত্রে এবার থেকে দেখা যাবে অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী কে।