‘চিরসখা’র পর ফের মধ্যবয়সী প্রেমের কাহানী নিয়ে পর্দায় আসছে নতুন ধারাবাহিক

দেবশঙ্কর-সোহিনী

‘চিরসখা’ ধারাবাহিকে কমলিনী-স্বতন্ত্র’র মত দুই প্রাপ্তবয়স্ক জুটির প্রেমের গল্প কিন্তু শুরু থেকেই দর্শকের পছন্দের হয়ে উঠেছে। এমনকি টিআরপি তালিকাতেও ভালই ফল করেছে এই মেগা। তবে স্টার জলসার পর এবার জি-বাংলা আনতে চলেছে দুই মধ্যবয়সীর প্রেমের কাহানী।

আসছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’। এখানেই শেষ নয়, জি-বাংলার তরফে রয়েছে আরও এক চমক। নতুন ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে থাকছেন দুই স্বনামধন্য শিল্পী।

এই প্রথম ছোট পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। এর আগে দুজনকেই বাংলা ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে। তবে আলাদা আলাদা মেগায়।

এর আগে একসঙ্গে অভিনয় করলেও একে অপরের বিপরীতে অভিনয় করেননি তারা। এই প্রথম একে অপরের বিপরীতে অভিনয় করবেন দেবশঙ্কর- সোহিনী। তাও আবার প্রাপ্ত বয়স্ক চরিত্রে।

ধারাবাহিকের নাম থেকেই ইঙ্গিত মিলছে যে গল্পের মুলে থাকবে একটি বাড়ি যার নাম ‘কমলা নিবাস’। এই বাড়িকে কেন্দ্র করে তৈরি হবে ধারাবাহিকের গল্প। গড়ে উঠবে গল্পের আবেগ, সম্পর্ক আর দ্বন্দ্ব। দর্শক গল্পের শুরু থেকেই নায়ক-নায়িকা কে স্বামী-স্ত্রী হিসাবে দেখবেন নাকি ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে উঠবে তা এখনও স্পষ্ট নয়।

চ্যানেলের তরফ থেকেও এখনও কিছু জানানো হয়নি। তবে নতুন প্রজন্মের প্রেমের গল্পের পাশাপাশি বয়স্কদের প্রেমের গল্পের মধ্যেও যে নতুনত্ব তৈরি করা যায় তা এর মধ্যেই দর্শকরা দেখেছেন। আবারও একটি নির্ভেজাল প্রেমের গল্প দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।

দেবশঙ্কর-সোহিনী