বড় চমক! ‘বোঝেনা সে বোঝেনা’-র পর ফের জুটি বাঁধতে চলেছেন অনু-কৃষ্ণেন্দু ওরফে দেবপর্ণা-কৌশিক, কোন ধারাবাহিক?

দেবপর্ণা-কৌশিক

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অনু আর কৃষ্ণেন্দু’র জুটির কথা মনে পড়ে? নায়ক-নায়িকার পাশাপাশি তাদের জুটি ভালো প্রশংসিত হয়েছিল এই মেগায়। ধারাবাহিক অনু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী এবং কৃষ্ণেন্দু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা কৌশিক রায়।

এই ধারাবাহিকের পর তাদের একসঙ্গে আর দেখা যায়নি পর্দায়। তবে পুজোর মধ্যেই বড় সুখবর পাওয়া যাচ্ছে। বোঝে না সে বোঝে না ধারাবাহিকের এই পার্শ্ব জুটিকে আবার দেখা যেতে পারে জুটি বাঁধতে। এমনটাই গুঞ্জন পাওয়া যাচ্ছে।

শোনা যাচ্ছে, মধুমিতা সরকারের অভিনীত স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাদের। এর  আগে দেবপর্ণা আর কৌশিক একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন।

প্রসঙ্গত, বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অরণ্য সিংহ রায়ের দিদির চরিত্রে অভিনয় করেছিলেন দেবপর্ণা এবং তার স্বামীর চরিত্রে ছিলেন কৌশিক, যিনি ধারাবাহিকের ভিলেন ছিলেন। আর এই ধারাবাহিকে পাখির উপর তার দুর্বলতা ছিল। আবার এই তিনজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে গুঞ্জন মিলছে। এবার দেখার বিষয় এই গুঞ্জন কতটা সত্য?

সূত্রঃ https://tollygossip . com/