‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র পর ফের শিশুদের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি’

দুগ্গামণি

আপনাদের আগেই জানিয়েছি, ফের আরও একটি নতুন ধারাবাহিক পর্দায় আসতে চলেছে। যার নাম ‘দুগ্গামণি’। সাহানা দত্তের হাত ধরেই আসছে এই নতুন মেগ। আর মেগার কেন্দ্রবিন্দু ‘শিশুশিল্পী’। পর্দায় এর আগে বহু শিশু কেন্দ্রিক ধারাবাহিক দর্শক দেখেছেন।

বাংলা টেলিভিশনের শিশুদের নিয়ে শেষ ধারাবাহিক দেখা গিয়েছিল জি-বাংলায়। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র পর আবার ছোটদের গল্প ফেরানো হচ্ছে।

এই ধারাবাহিকের মধ্যমণি হল ‘দুগ্গামণি’। আর এই চরিত্রে অভিনয় করতে চলেছে টেলি পাড়ার একেবারেই ছোট নতুন মুখ কৌশিকী বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের সেন্ট অগাস্টিন স্কুলের আপার কেজির ছাত্রী এই শিশুশিল্পী। বয়স মাত্র ৪। অডিশন দিয়েই সুযোগ পেয়েছে এই খুদে।

সূত্রের খবর, কিছুটা ‘মা’ ধারাবাহিকের অনুকরণেই গল্প বুনবে নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি’। জি-বাংলার চ্যানেলের হাত ধরেই আনা হচ্ছে এই নতুন মেগা ধারাবাহিককে।