অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত যিনি বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ। যিনি ‘সাঁঝের বাতি’, ‘খুকুমণির হোম ডেলিভারি’, ‘তুঁতে’ এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
তবে বাংলা সিরিয়ালের গন্ডি পেরিয়ে এবার অভিনেত্রী পা রাখতে চলেছে ওটিটিতে। ওটিটি প্ল্যাটফর্মে সুব্রত–র পরিচালিত ওয়েব সিরিজ় ‘মরীচিকা’। আর এই সিরিজেই অভিনয় করবেন দীপান্বিতা রক্ষিত।
সিরিজে দীপান্বিতা ছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়ের মতো একাধিক তারকারা।
সিরিজে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজির প্রফেসর। যিনি পাহাড়ের এক ছিমছাম বাড়িতে থাকেন। একদিন সেই বাড়িতে প্রবেশ করে ক্রাইম অফিসার রজত। এরপরে সিরিজের গল্প কোনদিকে এগোবে সেটাই দেখার। দীপান্বিতা রক্ষিতের এটি প্রথম অভিনীত ওয়েব সিরিজ হতে চলেছে।