পুজোর আগেই শুটিং শেষ হচ্ছে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিক। নতুন ধারাবাহিকের জন্যই বন্ধ করে দেওয়া হবে। আর এই খবরে শিলমোহর জানিয়েছেন স্বয়ং ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্য। স্টার জলসার পর শোনা যাচ্ছে জি-বাংলায় বন্ধ হয়ে যাবে আরও এক ধারাবাহিক। এখন স্টারের একাধিক ধারাবাহিক ভালো টিআরপি পাচ্ছে। তাই টিআরপির তালিকায় নম্বর বাড়াতেই এই সিদ্ধান্ত নিতে চলেছেন চ্যানেল।
প্রথম ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিককে বন্ধ করে দেওয়ার সিদ্ধন্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে বিগত দুই সপ্তাহ ধরে এক থেকে দশের মধ্যে ঘোরাঘুরি করছে এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকের জনপ্রিয়তাও রয়েছে। দর্শকমহলে ভালো চর্চা হয় এই ধারাবাহিক নিয়ে। তাই কোনও মতেই এই মুহূর্তে ‘ইচ্ছে পুতুল’-কে বন্ধ করতে চাইচ্ছে না চ্যানেল। তবে শোনা যাচ্ছে ‘ইচ্ছে পুতুল’-এর বদলে পুরনো এক জনপ্রিয় ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন তারা।
সূত্রের খবর অনুযায়ী, বন্ধ হয়ে যেতে পারে মিতুলের যাত্রা। টিআরপি কম থাকায় ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন জি-বাংলা। কারণ অন্যান্য ধারাবাহিকের চেয়ে এই ধারাবাহিক টিভির পর্দায় বেশ পুরনো। আজকাল ধারাবাহিক মাত্র এক বছরের শেষ হয়ে যায়। সেখানে ‘খেলনা বাড়ি’ দীর্ঘদিন ধরে চলছে। তাই ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক আগে রয়েছে চ্যানেল কর্তৃপক্ষের নিশানায়। এছাড়াও আরও একটি ধারাবাহিকের বন্ধের তালিকায় রয়েছে। সেটা হল ‘গৌরী এলো।” শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধের ঘোষণা করবে চ্যানেল। যদিও এই মুহূর্তে নতুন সময়ে দেওয়া হয়েছে খেলনা বাড়িকে।