চলতি বছরে জি-বাংলার পর্দায় শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। যার জেরে প্রভাব পড়ছে পুরনো ধারাবাহিকগুলিতে। টিআরপির কম থাকায় পুরনো ধারাবাহিকগুলি হয়তো স্লট পরিবর্তন হচ্ছে, নয় পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন নির্মাতারা। সদ্য শুরু হওয়া নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’র জন্য বন্ধ করে দেওয়া হয় ‘অপরাজিতা অপু’।
জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আরও দুটো নতুন ধারাবাহিককে হাজির করতে চলেছে জি-বাংলা। সেই ধারাবাহিক আসবার জেরে জল্পনা শুরু হয় ‘কড়ি খেলা’ এবং ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে। কিন্তু শোনা যাচ্ছে, এখনি ‘কড়ি খেলা’ শেষ করতে চাইছেন না নির্মাতারা। তাই শেষ হতে পারে ‘যমুনা ঢাকি’।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সাফল্য অর্জন করতে ব্যর্থ ‘যমুনা ঢাকি’। গোপন সূত্রের খবর অনুযায়ী, খারাপ ফলাফলের জন্যই অবশেষে বন্ধ হচ্ছে যমুনা ঢাকি’। যদিও চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বেজায় খুশি দর্শক। কারণ এই ধারাবাহিক বন্ধ নিয়ে তারা আগেই চ্যানেলের কাছে অনুরোধ জানিয়েছিলেন।
তথ্য সূত্রের খবর, ‘যমুনা ঢাকি’-র পর ‘কড়ি খেলা’ ধারাবাহিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। এই ধারাবাহিকটিও তারা বেশিদিন চালাতে আগ্রহী নয় চ্যানেল। শেষ হওয়ার আগে নাকি সময় পরিবর্তন ঘটবে ‘কড়ি খেলা’র। যদিও অফিশিয়ালি এখনও কিছু ঘোষণা হয়নি।