‘অনুরাগের ছোঁয়া’র পর ফের নতুন ধারাবাহিকে রাহুল! বিপরীতে নায়িকা কে?

রাহুল মজুমদার

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হতেই মন খারাপ দর্শকের। এই ধারাবাহিকেই আদিত্য চরিত্রে নতুনভাবে নজর কেড়েছিলেন রাহুল মজুমদার। অল্প সময়ের মধ্যেই রাহুলের অভিনয় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। তাই ধারাবাহিক শেষ হয়ে গেলেও অভিনেতাকে বড্ড মিস করছেন দর্শক।

কিন্তু নতুন বছরে দারুণ সুখবর দিলেন অভিনেতা। স্টার জলসার পর এবার জি-বাংলায় নায়ক হয়ে ফিরছেন রাহুল। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের রাহুলকে দেখা যেতে চলেছে একদম নতুন লুকে। এর আগে দর্শকেরা তেমন ভাবে দেখেননি এই অভিনেতাকে।

একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের চরিত্রে অভিনয় করবেন রাহুল। সেই কারণেই তাঁর লুক হতে চলেছে সম্পূর্ণ অন্য রকম। ‘খুকুমণি হোম ডেলিভারি’ হোক বা ‘হরগৌরী পাইস হোটেল’ বা ‘অনুরাগের ছোঁয়া’, নিজেকে কখনওই একই রকম চরিত্রের মধ্যে ধরে রাখতে চাননি রাহুল। সেই কারনেই প্রত্যেকবার দর্শকের ভালবাসা পেয়েছেন অভিনেতা। তাই এবারেও জি বাংলার পর্দায় নতুন রুপে রাহুল।

শোনা যাচ্ছে, রাহুলের বিপরীতে দেখা যাবে এক নতুন নায়িকাকে। অর্থাৎ পর্দায় দর্শক আবারও দেখতে চলেছে এক নতুন জুটিকে। সেই নায়িকার নাম যদিও এখনও জানা যায়নি।