আনন্দী’র পর জি-বাংলার নতুন ধারাবাহিকে এন্ট্রি নিলেন ‘অয়ন্তিকা’ ওরফে রুশা মুখার্জি

রুশা মুখার্জি

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী রুশা মুখার্জি। যাকে এই মুহূর্তে দর্শক জি-বাংলার আনন্দী ধারাবাহিকে অয়ন্তিকা চরিত্রে অভিনয় করতে দেখছে। এর আগেও অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে ফুলি চরিত্রে।

তবে এবার আরও এক নতুন ধারাবাহিকে যোগ দিতে চলেছেন রুশা। জানা যাচ্ছে, জি বাংলার আসন্ন ‘দাদামণি’ ধারাবাহিকে দেখা যাবে রুশা কে। ধারাবাহিকে রুশার চরিত্রের নাম এখনও জানা যায়নি। এমনকি তার চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচকের দিকে মোড় নেবে তা জানা যায়নি।

প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী অভিনীত এই নতুন ধারাবাহিকটি ৭ জুলাই থেকে দেখা যাবে পর্দায়।