বাংলা টেলিভিশনের তারকারা একের পর এক নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য অন্য পেশা বেছে নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি অন্য পেশাতে পা রাখছেন কারণ বর্তমানে ইন্ডাস্ট্রিতে কাজ খুবই কম। তাই আর্থিক অবস্থা ভালো রাখতেই তারা দ্বিতীয় পেশায় পা বাড়াচ্ছেন।
কিছুদিন আগেই যেমন অভিনেত্রী মধুবনী গোস্বামী ব্যাগের ব্যবসা খুলেছেন। এছাড়াও এরকম অনেক অভিনেত্রী রয়েছে যারা কেউ ইউটিউব চ্যানেল খুলেছেন, কেউ শাড়ির ব্যবসা করছেন তো আবার কেউ নিজের পার্লার ওপেন করেছেন।
এবার সেই পথেই পা রাখলেন অভিনেত্রী রুকমা রায়। একসময় একাধিক ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি, ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে আজকাল পর্দায় তাকে সেভাবে দেখা যাচ্ছে না। এবার নিজের নতুন অধ্যায়ের শুরু করলেন অভিনেত্রী।
নিজস্ব শাড়ির ব্রান্ড খুলে ফেললেন রুকমা। ব্র্যান্ডের নাম ‘ফেমে’। শাড়ির ব্যবসায় পা রেখে আজকাল ডট ইন-কে রুকমা বলেন, “ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালবাসি আমি। যেকোনও অনুষ্ঠানে বা মনের ভাললাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এছাড়াও থাকছে বেশকিছু নামী ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।”
অভিনেত্রী আরও জানিয়েছেন, “আমার পরিবারের কেউ যেমন অভিনয়ের সঙ্গে যুক্ত নন, তেমনই কেউ ব্যবসার সঙ্গেও যুক্ত নন। আমিই ছক ভেঙেছি বরাবর। তাই এবারও সাহস করে নিজের ব্র্যান্ড শুরু করে ফেললাম। যখন প্রথম নিজস্ব কিছু তৈরি করায় কথা মাথায় আসে তখন নাম কী দেব সেই নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। কিছুতেই কোনও কিছু পছন্দ হয় না। তারপর হঠাৎ করেই গ্রিক দেবতাদের নাম খুঁজতে শুরু করি, তখন দেখি ফেমের নাম। খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এই নামের মধ্যে রয়েছে সুপ্ত বাসনাকে প্রতিষ্ঠা করার অদম্য লড়াই। যা আমার সঙ্গে খুব মানানসই। তাই এই নামটাই বেছে নিই।”