অভিনেতার মুকুটে নতুন পালক! অভিনয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন ঋষভ চক্রবর্তী

ঋষভ চক্রবর্তী

বড়পর্দা থেকে ছোটপর্দা সব জায়গাতেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। কিছুদিন আগেই দর্শকরা তাঁকে দেখেছেন তথাগত মুখোপাধ্যায়ের ছবি ‘রাস’-এ। ছোটপর্দায় জনপ্রিয় ধারাবাহিক পুবের ময়না, অনুরাগের ছোঁয়া, নিম ফুলের মধু তেও দর্শকমনে জায়গা করে নিয়েছেন ঋষভ।

এবার অভিনয়ের পাশাপাশি এবার সঙ্গীতের নতুন সফরে পা রাখলেন ঋষভ চক্রবর্তী। অভিনেতা হওয়ার পাশাপাশি গায়ক হিসেবেও আলাদা পরিচয় গড়েছেন অভিনেতা। প্লেব্যাক সিঙ্গার হিসেবে ডেবিউ করতে চলেছেন ঋষভ। প্রথমবারের মতো প্লেব্যাকের সুযোগ পাওয়ায় ঋষভের সঙ্গীত জীবনে জুড়ল নতুন পালক।

রাহুল মুখার্জির আসন্ন ওয়েব সিরিজ ‘খানিকটা প্রেমের মতো’–তে প্রথমবারের মতো প্লেব্যাক সিঙ্গার হিসেবে শোনা যাবে তাঁর কণ্ঠ। শুধু গানেই নয়, সিরিজটিতে অভিনয়ও করেছেন ঋষভ। ‘আমি’, ‘ডুবেছি প্রথম দেখাতে’ এবং ‘ভালোবেসে গাওয়া গান’-এর মতো মৌলিক ট্র্যাক গুলি ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে।

দর্শকদের জন্য তাই দ্বিগুণ চমক! একই সঙ্গে অভিনেতা ও গায়ক হিসেবে পর্দায় আসছেন ঋষভ চক্রবর্তী।