বছর শুরুতেই একের পর এক সুখবর দিয়ে চলেছেন ছোটপর্দার সুপারস্টার জিতু কমল। খুব তাড়াতাড়ি বড়পর্দায় আসছে জিতুর নতুন ছবি ‘চোর’। নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণার পরেই আরও এক সুখবর!
এই মুহূর্তে ‘টক অফ দ্যা টাউন’ অভিনেতা জিতু কমল। তাকে আবার ছোটপর্দার দর্শক চেনেন আর্য সিংহ রায় হিসাবে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে প্রতিনিয়ত দর্শকের অগাধ ভালোবাসা পাচ্ছেন তিনি। যদিও এই প্রথম নয়, জিতুর অভিনীত প্রত্যেকটি ধারাবাহিক পর্দায় জনপ্রিয়তা লাভ করেছে এর আগে।
এবার নতুন সুখবর এলো অভিনেতার হাত ধরে। নিজেই সেই সুখবর শেয়ার করে নেন জিতু। অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় পা রাখলেন ছোটপর্দার আর্য। বই পড়া অভিনেতা বরাবরই ভালোবাসেন। কিন্তু এবার আস্ত একখানা বই লিখে ফেললেন জিতু।
এখানেই শেষ নয়, এ বছরের বইমেলায় নাকি জিতুর লেখা বই প্রকাশিত হতে চলেছে। সুখবরটা পেতেই আনন্দে আটখানা জিতু ভক্তরা। যদিও বইয়ের নাম, কি বিষয়ে বই লিখেছেন, তা এখনও পর্যন্ত জানাননি জিতু।
নতুন ছবি এরপর বই প্রকাশ! জীতুর ‘লাকি চার্ম’ সাল ২০২৬, আরাধ্য ঈশ্বর মহাদেব, না কি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’? জিতু জানালেন, “মনে হচ্ছে আমিই ‘লাকি’! আমায় নিয়ে যখন ভাবা হচ্ছে, তা হলে আমিই নিজেই নিজের ‘লাকি চার্ম’। ভাগ্য নির্ধারণ করে রয়েছি।”
“গত বছরেও ভাল কাজ করেছি। তার আগের বছরে ভাল কাজের সুযোগ পেয়েছি। নতুন বছর শুভ কি না জানি না। আপাতত সময়টা ভাল যাচ্ছে, এটা বলতে পারি।”

