বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ অভিনেত্রী গীতশ্রী রায়। তিনি রাশি ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে পরিচিতি লাভ করেছিলেন। এরপর একাধিক ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করেছেন। বর্তমানে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে ‘জ্যোৎস্না’র চরিত্রে নিয়মিত তাঁকে দেখছেন দর্শক।
অধিকাংশ তারকারা রয়েছেন যারা এখন একটি পেশার উপর নির্ভর করে থাকতে চান না। তাই অভিনয়ের পাশাপাশি অনেকেই আরও একটি আয়ের পথ খুঁজে নেন। এবার সেই পথেই হাঁটলেন অভিনেত্রী গীতশ্রী রায়।
এবার নিজের ব্যবসা চালু করলেন অভিনেত্রী। ? অভিনেত্রী অর্পিতা সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ব্যবসা চালু করলেন। নতুন একটি ফ্যামিলি স্যালোঁ খুলছেন তারা।
নিজের পেশা নিয়ে গীতশ্রী ‘এই সময় অনলাইন’কে জানান, ‘হঠাৎ করেই সবটা প্ল্যান হয়েছে। আমার সহকর্মী, বন্ধু, বোন অর্পিতার জন্যই এই উদ্যোগ। ওর সঙ্গে আমার ‘মন ফাগুন’ সিরিয়ালের সেট থেকে আলাপ। ‘শুভ বিবাহ’-তেও ও আমার বোনের চরিত্রে অভিনয় করেছে। এখন আসলে আমরা রিল লাইফ ছাড়িয়ে রিয়েল লাইফেও দুই বোন। তাই সত্যি কথা বলতে পুরো প্ল্যানিংটাই ওর। আমি পরে জয়েন করেছি।’